বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আদালত ১১ ডিসেম্বর ২০১৫, ১২:২৭ অপরাহ্ন
শেয়ার

ফেসবুক পেজ ‘মজা লস’ এর অ্যাডমিন আটক


mojalosssসরকার ও রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে ফেসবুক পেজ ‘মজা লস’ এর অ্যাডমিন রিফায়েতকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকালে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাবের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান।

তিনি অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মজা লস পেইজে সরকার ও রাষ্ট্র বিরোধী প্রচারণা এবং নানা ধরনের কটূক্তি করা হয়। বিকালে বসুন্ধরা আবাসিক এলাকার একটি রাস্তা থেকে রিফায়েতকে আটক করা হয়।” তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।