Search
Close this search box.
Search
Close this search box.

পাঁচ বছর পর কোরিয়ায় ইমার্জেন্সী এলার্ট

emergency alart koreaপ্রচন্ড খারাপ আবহাওয়ার কারণে কোরিয়ার সিউল, খিয়ংগিদোসহ বিভিন্ন এলাকায় কোরিয়ান সরকার ইমার্জেন্সী এলার্ট জারি করেছে। আজ রাতে এসব এলাকায় সর্বনিন্ম তাপমাত্রা মাইনাস ২০ পর্যন্ত নেমে যাবে এবং ঠান্ডা বাতাসের তীব্রতা অনেক বেশি থাকবে। ঠান্ডা বাতাসের কারণে ফিল্ড তাপমাত্রা মাইনাস ৩০ অনুভূত হতে পারে।  সরকার ইতিমধ্যে কোরিয়ান মিডিয়ার মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে জনগণকে বিশেষভাবে সতর্ক থাকতে বলেছে।

এলার্ট জারি করা এলাকাগুলোর উল্লেখযোগ্য হল মধ্যে খোয়াংমিয়ং(광명) , খোয়াচ্ছন ( 과천), আনসান (안산), শিহোং (시흥), বুচ্ছন (부천), সুওন (수원), সংনাম (성남), আনিয়াং (안양), ওসান (오산), পিয়ংথেক (평택), খুনপো (군포), ওইয়াং (의왕), হানাম (하남), ইয়োংইন (용인), ইচ্ছন (이천), আনসং (안성), হোয়াসং (화성) ইয়জু (여주,), খোয়াংজু (광주), ইয়াংপিয়ং (양평)।

chardike-ad

 

weather january
আমাগী এক সপ্তাহের আবহাওয়া (২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর)