Search
Close this search box.
Search
Close this search box.

সিউল গ্লোবাল সেন্টারে বিসিকের অফিস

 

global centerবাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়াকে (বিসিকে) অফিস বরাদ্দ দিয়েছে সিউল সিটি পরিচালিত সিউল গ্লোবাল সেন্টার। এ সংক্রান্ত সিউল গ্লোবাল সেন্টার এবং বিসিকের মধ্যে গত শুক্রবার একটি চুক্তি সাক্ষরিত হয়। সিউল গ্লোবাল সেন্টারের পক্ষে কিম দোং হোন এবং বিসিকে’র পক্ষে বিসিকে সভাপতি হাবিল উদ্দিন সাক্ষর করেন।

chardike-ad

চুক্তি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারী থেকেই অফিস ব্যবহারের সুযোগ পাবে বিসিকে। সিউল গ্লোবাল সেন্টার ইতিমধ্যে অফিসের কম্পিউটার, টেলিফোনসহ যাবতীয় আসবাবপত্র বিসিকে’কে বুঝিয়ে। এই চুক্তির মাধ্যমে তিনটি মিটিং রুমসহ সিউল গ্লোবাল সেন্টারের যাবতীয় সুযোগ সুবিধা ব্যবহার করতে পারবে বাংলাদেশ কমিউনিটি ইন কোরিয়া।