Search
Close this search box.
Search
Close this search box.

সিউলে মাইক্রোসফটের সাইবার সিকিউরিটি সেন্টার

PYH2016030409080034100_P2

 

chardike-ad

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আজ সাইবার সিকিউরিটি সেন্টার উদ্বোধন করেছে আইটি জায়ান্ট মাইক্রোসফট। কোরিয়ার স্থানীয় গবেষকদের নিয়ে সাইবার আক্রমণ এবং সাইবার ক্রাইম নির্মূল করতে চায় মাইক্রোসফট।

এই সেন্টার মাইক্রোসফটের সপ্তম সাইবার সিকিউরিটি সেন্টার। মাইক্রোসফট বলছে দক্ষিণ কোরিয়া তথ্য প্রযুক্তিতে উন্নত হওয়ায় সাইবার ক্রিমিনালদের কাছে কোরিয়া অন্যতম প্রধান লক্ষ্য। সরকারী এবং বেসরকারী গবেষণা প্রতিষ্টানগুলোকে সাথে নিয়ে মাইক্রোসফট সাইবার আমক্রণ মোকাবেলা করতে চায়।