Search
Close this search box.
Search
Close this search box.

আইপিএলে ‘ভালো কিছু’ করার প্রত্যয় মুস্তাফিজের

Mustafizur-Rahamnপাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছিলেন। কিন্তু চোটের কারণে গত ফেব্রুয়ারিতে আরব আমিরাতে সেই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা হয়নি মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশের তরুণ এই পেসার দল পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। ভারতের এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে তার কোনো সমস্যা নেই। দলে সুযোগ পেলে আইপিএলে ‘ভালো কিছু’ করার কথাই জানালেন সাতক্ষীরা এক্সপ্রেস।

 আইপিএলে খেলতে আজ বিকেলে ভারতের উদ্দেশে উড়াল দিয়েছেন মুস্তাফিজ। তবে তিনি একা নন, তার সঙ্গে গেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসানও। সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, আর মুস্তাফিজ সানরাইজার্স হায়দরাবাদে।

chardike-ad

 প্রথমবারের মতো বিদেশের কোনো লিগে খেলতে যাওয়ার আগে সাংবাদিকদের মুস্তাফিজ বললেন, ‘ক্যারিয়ারে প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছি। খুবই ভালো লাগছে। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন ভালো করতে পারি।’

 মুস্তাফিজ দোয়া চাইলেন সাকিবের জন্যও, ‘শুধু আমার জন্য না, সাকিব ভাইয়ের জন্যও সবাই দোয়া করবেন।’

 এক বছর আগেও বিশ্ব ক্রিকেটে মুস্তাফিজকে কেউ চিনত না। গত বছর এই এপ্রিলেই আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজের অভিষেক হলো, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে। এরপর জুনে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডে সিরিজে বিশ্বকে দিলেন আগমনী বার্তা।

 গত আইপিএল টিভিতে দেখার সময়ও হয়তো মুস্তাফিজ ভাবেননি, পরের আসরেই তিনি সেখানে খেলবেন! এ ব্যাপারে মুস্তাফিজ বলেন, ‘এমন কিছু ভাবা হয়নি।’ তবে সুযোগ যেহেতু এসেছে, আইপিএলে ভালো কিছু করার প্রত্যয়ই কাটারমাস্টারের কণ্ঠে, ‘আল্লাহ সুযোগ করে দিয়েছেন। চেষ্টা করব ভালো কিছু করার।’

 সাকিবের সঙ্গে একই দলে খেলতে না পারার খানিকটা আফসোসও আছে মুস্তাফিজের, ‘হ্যাঁ, সেটা (একসঙ্গে খেলতে পারলে) তো খুবই ভালো হতো। জাতীয় দলের হয়ে যখন খেলি, তখন তো ভাই হয়েই থাকি। ওখানে একসঙ্গে খেলতে পারলে আরো ভালো হতো। একসঙ্গে থাকতে পারতাম, খেলতে পারতাম।’

 সাকিবের দলের বিপক্ষে খেলার প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘ওই সময় আরো ভালো লাগবে। সাকিব ভাইকে মাঝে মাঝে পাব। তখন কথা বলতে পারব। খুব ভালো হবে।’