Search
Close this search box.
Search
Close this search box.

আশরাফুল মাঠে নামছেন আগস্টেই

1843657আড়াই বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের জার্সিতে শেষ ওয়ানডে খেলেছেন বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালে। কালো অধ্যায় শেষে ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় ৩১ বছর বয়সী ‘অ্যাশ’। ১৩ আগস্ট ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেই ফিরবেন ঘরোয়া ক্রিকেট লীগে। একই সঙ্গে, তিনি জানান পারফর্ম করেই জাতীয় দলে ফিরবেন সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।

মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের ক্রিকেট আকাশে দূতি ছড়ানো প্রথম উজ্জ্বল তাঁরা। দৈহিক গড়নে ছোট হলেও সৃষ্টিশীল আর দূরদর্শী ব্যাটিং দর্শনে রাঙ্গিয়ে রাখতেন ক্রিকেট প্রেমীদের। ক্রিকেটে স্কুপ আর রিভার্স সুইপে ভিন্নমাত্রা এনে দেন অ্যাশ।

chardike-ad

কিন্তু, ফিক্সিং নামক অন্যায় অধ্যায়ে পরিচিত হয়ে ক্রিকেট থেকে বহিষ্কার হয়েছিলেন আশরাফুল। আগামী ১৩ আগস্ট ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ ঘরোয়া ক্রিকেটে খেলতে আর কোন বাধা থাকবে না তার। আইসিসি বেধে দেয়া নিয়মের সাথে তাল মিলিয়ে এগুচ্ছেন ক্রিকেটে ফেরার নেশায়। সব কিছু ঠিক থাকলে, আগস্টে জাতীয় ক্রিকেট লিগে ফেরার বাসনা অ্যাশের।

সময় পাল্টেছে, এখন জাতীয় দলের পাইপলাইনে কড়া নাড়ছে তরুণ ক্রিকেটাররা। বয়সটাও বিরুদ্ধ, অ্যাশের বয়স এখন ৩২ ছুঁইছুঁই। ফিটনেস আর মানসিক মনোবলই দিচ্ছে প্রেরণা। বর্তমানে ব্যাট হাতে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই ব্যাটসম্যান।