Search
Close this search box.
Search
Close this search box.

সিরিয়ার শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত ৩০

Usa-edসিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সীমান্তের কাছে একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ৩০ জন। বিবিসি ও আল-জাজিরা জানায়, ‘সারমাদা’ এলাকার ‘কামৌনিয়া’ ক্যাম্পে এ হামলার ঘটনা ঘটে। অস্থায়ী শিবিরটিতে বিভিন্ন এলাকা থেকে উদ্বাস্তুরা আশ্রয় নিয়েছিল।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে বেশ কয়েক জন নারী ও শিশু রয়েছে। তবে, রুশ নাকি সিরীয় বিমান থেকে হামলা চালানো হয়েছে- সে বিষয়ে নিশ্চিত হতে পারেননি সংবাদদাতারা। বুধবার মধ্যরাত থেকে সিরিয়ায় নতুন করে যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্মত হলেও, কিছু এলাকায় সহিংসতা চলছে বলে জানিয়েছে গণমাধ্যম। অস্ত্রবিরতির মধ্যেও সিরিয়ায় সহিংসতা চলায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউজ।

chardike-ad

এদিকে, বৃহস্পতিবার দুপুরে সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশে জোড়া গাড়ি বোমা হামলায় অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪০ জন আহত হয়। হোমসের ‘মুখাররাম আল ফাওকানি’ এলাকায় আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটে। কয়েক মিনিটের ব্যবধানের এ হামলায় ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।