মাইক্রোসফট করপোরেশনের কাছ থেকে ১ হাজার ৫০০ পেটেন্ট কিনতে সম্মত হয়েছে শাওমি। চীনের বাইরে ব্যবসার পরিসর বাড়াতেই এ উদ্যোগ। তবে দুই প্রতিষ্ঠানই বিষয়টিকে দেখছে একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের সূচনা হিসেবে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল ও ইকোনমিক টাইমস।
বুধবার এ চুক্তির ঘোষণা দেয়া হয়। এতে পেটেন্ট ক্রস-লাইসেন্সিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এছাড়া চীনের ডিভাইস নির্মাতা কোম্পানিটি এর ফোন ও ট্যাবলেটে মাইক্রোসফটের অফিস ও আইপের মতো সফটওয়্যার ইনস্টল করতে পারবে। তবে এ চুক্তিতে থাকা আর্থিক বিষয়টি নিয়ে মাইক্রোসফট ও শাওমি কোনো রকম আলোচনায় যেতে অস্বীকৃতি জানান। শাওমির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওয়াং শিয়াং এ চুক্তি নিয়ে বলেন, দুই প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি বড় সহযোগিতামূলক চুক্তি। বিশেষজ্ঞরা বলছেন, চীনের বাইরে ব্যবসার পরিসর বড় করে তোলাই শাওমির লক্ষ্য। তবে নাজুক পেটেন্ট ও দীর্ঘমেয়াদী আইনি লড়াইয়ের আশঙ্কায় কোম্পানিটির পক্ষে লক্ষ্যপূরণ সম্ভব হচ্ছে না।
যুক্তরাজ্যভিত্তিক বিশেষজ্ঞ সমীর সিং বলেন, এ চুক্তি শাওমিকে পশ্চিমা বাজারগুলোয় নিজের অবস্থান শক্ত করতে সহায়তা করবে। চীনে প্রতিষ্ঠানটির বাজার লোয়ার-এন্ড অ্যান্ড্রয়েড ভেন্ডরসহ অন্যদের প্রভাবে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তাই শাওমির জন্য বাইরের বাজার দখল গুরুত্বপূর্ণ। গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিক্সের তথ্য অনুযায়ী, প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) চীনে শাওমির হ্যান্ডসেট সরবরাহ কমেছে ৯ শতাংশ। ফলে এর বাজার দখল অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ১৩ শতাংশ থেকে কমে নেমেছে ১২ শতাংশে। এতে শাওমির অবনমনের পেছনে শুধু হুয়াওয়ে ও স্যামসাং নয় রয়েছে অপ্পো, ভিভোর মতো ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোও।
ওয়াং বলেন, মাইক্রোসফটের পেটেন্ট অধিগ্রহণের মধ্যে রয়েছে ভয়েস কমিউনিকেশন্স, মাল্টিমিডিয়া ও ক্লাউড কম্পিউটিংও। আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা সম্প্রসারণের জন্য এ চুক্তি বিশেষ গুরুত্বপূর্ণ, জানালেন তিনি। যুক্তরাষ্ট্রে চলতি মাসে প্রথমবারের মতো শাওমি তার ডিভাইস উন্মোচন করেছে। এটি একটি টিভি সেট-টপ বক্স। এটি শাওমি উত্পাদন করেছে গুগলের সহযোগিতায়।বণিক বার্তা









































