দেশ ও ক্রিকেটকে ভালোবাসেন এমন ইউরোপ প্রবাসীরা এক মঞ্চে এসে গেয়েছেন ক্রিকেটের গান। সবাই একসুরে কন্ঠ জুড়ে টাইগারদের জন্য প্রেরণাদায়ী ‘ক্রিকেট আমার জান’ নামক গানের মিউজিক ভিডিও তৈরি করেছেন। যেখানে ক্রিকেটের সাফল্যচিত্রসহ বাংলাদেশের রুপ-বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। মিউজিক ভিডিও তে তারা ফুটিয়ে তুলেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে তাদের আশা এবং ভালোবাসা।
বিশেষ করে উল্লেখ করার মতো যে, মিউজিক ভিডিওটি বানিয়েছেন প্রবাসে থাকা নতুন বার্তা ডটকমের পাঠকদের একাংশ।
মিউজিক ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন