Search
Close this search box.
Search
Close this search box.

বিতর্কের মুখে আইপিএল!

iplগত প্রায় দু’দশক ধরে বিশ্ব ক্রিকেটকে শাসন করছে ভারত৷ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি হলেও তা নাকি ব-কলমে চলে বিসিসিআই-এর কথায়৷ বিসিসিআই-এর মুখের উপর টু-শব্দটি করার ক্ষমতা নেই কারও৷ তবে এবার দীর্ঘদিন দিন পর ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনও প্রস্তাব আইসিসিতে বিরোধিতার মুখে পড়ল। সম্প্রতি অনুষ্ঠিত আইসিসির বৈঠকে বিসিসিআইয়ের ‘মিনি আইপিএল’ প্রকল্প বড়সড় ধাক্কাই খেয়েছে।

সূত্রের খবর, মিনি আইপিএলের বিরোধিতা করেছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড। অনুরাগ ঠাকুর বিসিসিআইয়ের  প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই এই মিনি আইপিএল অর্থাৎ একই বছরে দ্বিতীয় আইপিএল আয়োজনের পরিকল্পনা করেছিলেন।

chardike-ad

মিনি আইপিএল বিদেশের মাটিতে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নির্দিষ্ট ওই সময়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চার বছর পরপর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এটিকে আবারও দ্বি-বার্ষিক আয়োজন করতে চায়।-সংবাদমাধ্যম