Search
Close this search box.
Search
Close this search box.

তারেককে ধরে আনা হবে: আইনমন্ত্রী

Anisul-Huqবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আইনি প্রক্রিয়া শেষে লন্ডন থেকে দেশে ধরে নিয়ে আসা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, যেহেতু লন্ডনের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই, তাই তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে। প্রসঙ্গত, অর্থ পাচারের দায়ে বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ৭ বছরের জেল ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একই মামলায় নিম্ন আদালতে দেওয়া তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন আদালত।