শনিবার । জুন ১৪, ২০২৫ । ১০:৪৩ অপরাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ৫ সেপ্টেম্বর ২০১৬, ৪:৪৩ অপরাহ্ন
শেয়ার

এবার তিনটি ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা উত্তর কোরিয়ার


north korea south

উত্তর কোরিয়ার পূর্ব সৈকত এলাকায় তিনটি ব্যালাস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে। জি২০ অর্থনৈতিক সম্মেলনের সময় এ পরীক্ষা চালালো দেশটি।

দক্ষিণ কোরিয়ার এক বিবৃতিতে বলা হয়, সোমবার উত্তর কোরিয়ার হাওয়াংজু শহর থেকে এই মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয়। উড়ে গিয়ে পরবর্তীতে সেগুলো জাপান সাগরে পড়ে।

আলজাজিরার খবরে বলা হয়, সবগুলো মিসাইলই ছিল মধ্যম পাল্লার। প্রায় এক হাজার কিলোমিটার উড়ে সেগুলো।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে জানায়, কমপক্ষে একটি মিসাইল জাপানের এয়ার ডিফেন্স জোনের কাছে গিয়ে পড়েছে।

উত্তর কোরিয়ার সরকার গঠনের ৬৮তম বছর পালন অনুষ্ঠানের ঠিক ৪ দিন আগেই এ পরীক্ষা চালানো হয়েছে।

সম্প্রতি প্রায় নিয়মিত মিসাইল পরীক্ষা চালিয়ে আসছে উত্তর কোরিয়া বিশেষ করে যখন আন্তর্জাতিক কোনো ঘটনায় উত্তর-পূর্ব এশিয়া বেশ আলোচিত হতে থাকে।