ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তে বারাক ওবামাকে অকথ্য ভাষায় গালি দেওয়ায় যুক্তরাষ্ট্র-ফিলিপাইন বৈঠক বাতিল হয়ে গেছে।
লাওসে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আশিয়ান) সম্মেলনের ফাঁকে মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তে সম্মেলনের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে লেখার অযোগ্য ভাষায় গালি দেন। এ কারণেই বৈঠক বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের একজন মুখপাত্র। খবর রয়টার্স ও বিবিসি।
সংবাদ সম্মেলনে দুয়ের্তে বলেন, লাওসে বৈঠকের সময় মানবাধিকার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে কোনো বক্তৃতা শুনতে রাজি নই। মানবাধিকারের প্রসঙ্গ তুললে ওবামার জন্য অপ্রীতিকর হবে। আর এমনটা হলে বৈঠকেই ওবামাকে…(লেখার অযোগ্য)বলে গালি দিব।
সাংবাদিকদের সামনেই ওবামাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালাগাল দেন দুয়ের্তে।
দুয়ের্তের ব্যক্তিগত আক্রমণ ও গালাগাল বিষয়ে অবগত হয়ে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, দুয়ের্তের সাথে বৈঠকটি ফলপ্রসূ হবে কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
এর পরপরই হোয়াইট হাউসের পক্ষ থেকে বৈঠক বাতিলের কথা নিশ্চিত করা হয়। বলা হয়, একটি দেশের প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ ও গালাগাল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বৈঠকটির জন্য নির্ধারিত সময়ে ওবামা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইয়ের সাথে আলোচনায় বসবেন।
গত মে মাসে দুয়ের্তে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এবারই প্রথম ওবামার সাথে বৈঠক হওয়ার কথা ছিল। ক্ষমতা গ্রহণের পরেই দুয়ের্তে মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেন। এ অভিযানে এখন পর্যন্ত প্রায় এক হাজার সন্দেভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
তবে এই অভিযানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়।কিন্তু ফিলিপাইন এসবে পাত্তা না দিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত শতকজুড়ে ফিলিপাইন ছিল যুক্তরাষ্ট্রের উপনিবেশ। এমনকি এখনো তারা এই দ্বীপ দেশটির ওপর প্রভাব খাটানোর চেষ্টা করে যাচ্ছে। তবে দুয়ের্তে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফিলিপাইনে অন্য কোনো দেশের খবরদারি বরদাশত করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের শুরু থেকেই দেশকে সার্বভৌম করতে এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ফিলিপাইনের জনগণকে সাথে নিয়ে লড়ার প্রত্যয় দেখিয়েছেন তিনি।