Search
Close this search box.
Search
Close this search box.

প্রিন্টার ব্যবসা বেচে দিচ্ছে স্যামসাং

samsung-printerস্যামসাং ইলেকট্রনিকস প্রিন্টার ব্যবসা বিভাগ বেচে দিতে যাচ্ছে। সম্ভাব্য ক্রেতা হিসেবে শোনা যাচ্ছে এইচপি ইনকরপোরেশনের নাম। ধারণা করা হচ্ছে, উভয় প্রতিষ্ঠানের মধ্যে ১৮০ কোটি ডলারের একটি চুক্তি হতে পারে। ব্যবসায় গুরুত্ব পরিবর্তন এবং মূল ব্যবসায় বেশি গুরুত্ব দিতে প্রিন্টার ব্যবসা বিক্রি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক এ প্রতিষ্ঠান। সিউল ইকোনমিক ডেইলি গত শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্যামসাংয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়, প্রিন্টার ব্যবসা বিভাগ বিক্রির বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানানো হতে পারে। বিষয়টি ঘিরে উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাত্ক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

chardike-ad

স্যামসাং কয়েক বছর ধরেই নন-কোর ব্যবসা গুছিয়ে নিতে কাজ করছে। বৈশ্বিক বাজারে স্মার্টফোন, টেলিভিশন এবং মেমোরি চিপের শীর্ষ নির্মাতা হলেও প্রিন্টার বাজারে প্রতিদ্বন্দ্বী এইচপি, ক্যানন ইনকরপোরেশন ও ইপসনের মতো প্রতিষ্ঠানগুলোর তুলনায় পিছিয়ে আছে স্যামসাং।