গেল কয়েক বছর ধরেই স্মার্টফোন হাজীদের অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে হজের প্রত্যেকটি মুহূর্ত ধারণ করছেন হাজীরা। এ জন্য বেশিরভাগই ব্যবহার করছেন এই স্মার্টফোন। এবার সম্ভবত আরেকটি অনুষঙ্গ যোগ হলো, স্মার্ট ছাতা।
কামাল বাদায়ী নামের এক সৌদি প্রযুক্তিবিদ উদ্ভাবন করেছেন এই স্মার্ট ছাতা। সৌরশক্তিতে চলা এ ছাতাটিতে আছে ইউএসবি পোর্ট, ফ্যান এবং ফ্লাশ লাইটও। তবে হাজীদের জন্য ছাতাটিতে সবচেয়ে আকর্ষণীয় ফিচার মনে হয় জিপিএস সিস্টেমই। এই জিপিএস সিস্টেমে ভিড়ের মধ্যেও খুব সহজেই পরিবার কিংবা বন্ধুদের খুঁজে পাওয়া যায়। আর একই সঙ্গে হাজীদের রোদ থেকেও রক্ষাতো করছেই।
বাদায়ীর সঙ্গে এই ছাতাটি উদ্ভাবনে কাজ করেছেন ফিলিস্তিনির এক নারী প্রযুক্তিবিদ মানাল ড্যান্ডিস। তারা জানিয়েছেন, ছাতাটিতে ১০টি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে হাজীদের রোদ, গরম থেকে রক্ষা করবে। এবং একটা ফোনও চার্জ দেয়া যাবে।
বাদায়ী এর আগে ‘উসুল’ ও ‘এরাইভাল’ নামের আরবি ভাষায় দুটি অ্যাপস বানিয়েছেন যা বেশ জনপ্রিয় হয়েছিল হাজীদের কাছে।
*সৌদি গ্যাজেট অবলম্বনে









































