Search
Close this search box.
Search
Close this search box.

কোরীয় উপদ্বীপে শক্তিশালী ১৩ ভূমিকম্প

কোরীয় উপদ্বীপে ১৩টি শক্তিশালী ভূমিকম্প

গত ১২ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার খিয়ংজুতে কোরীয় উপদ্বীপের ইতিহাসের সবচেয়ে বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছিল। সোমবারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। এর আগে ১৯৮০ সালে উত্তর কোরিয়াতে শক্তশালী ভূমিকম্প ছিল ৫.৩।

chardike-ad

খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও বিশেষজ্ঞরা ভবিষ্যতে কোরীয় উপদ্বীপে আরো শক্তিশালী ভূমিকম্পের আশংকা করেছেন। কোরীয় উপদ্বীপকে ভূমিকম্পের জন্য সেফটি জোন হিসেবে বিবেচনা করা হয়। জাপান প্রায় শক্তিশালী ভূমিকম্পের শিকার হলেও দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ায় সেই অর্থ ভূমিকম্প হয়নি।কিন্তু গত দুই বছরে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া উভয় দেশেই বেশ কয়েকবার ভূমিকম্প হয়। এর ফলে বিশেষজ্ঞরা কোরীয় উপদ্বীপকে ভূমিকম্পের জন্য নিরাপদ এলাকা মনে করছেন না। কোরিয়া হেরাল্ড এবং দ্য টেলিগ্রাফ অবলম্বনে।