Search
Close this search box.
Search
Close this search box.

দেগুতে বাংলাদেশ ও ভিয়েতনাম প্রবাসীদের যৌথ সাংস্কৃতিক উৎসব

keimeung-daegu-2দেগুর খেমিয়ং ইউনিভার্সিটির ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো বাংলাদেশ এবং ভিয়েতনামের যৌথ সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশ এবং ভিয়েতনাম থেকে আসা শিল্পীদের গান ছাড়া কোরিয়ার ঐতিহ্যবাহী নৃত্য উপভোগ করেছে বাংলাদেশ ভিয়েতনামসহ বিভিন্ন দেশের প্রবাসীরা। গত বৃহস্পতিবার ছুসক উপলক্ষে দেগু মিশন সেন্টার এই উৎসবের আয়োজন করে। দেগু সিটি কর্পোরেশন এবং কয়েকটি এনজিও’র সহযোগিতায় উৎসব পালনে সহযোগিতা করেছে স্থানীয় বাংলাদেশ কমিউনিটি এবং ভিয়েতনাম কমিউনিটি।

উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেগু এমপি কিম বু গিয়ং। টিটু জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেগু মিশন সেন্টারের পরিচালক খো গিয়ং সো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জাহিদুল ইসলাম ভুঁইয়া, কাউন্সিলর রুহুল আমিন এবং বিসিকে সভাপতি হাবিল উদ্দিন।

chardike-ad

এছাড়া স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কবির, সাফিন, মিলতন, হুদা, শংকর, আবুল কাশেম।

উল্লেখ্য, প্রতিবছর কোরিয়ান উৎসব ছুসক উপলক্ষ্যে এই আয়োজন করা হয়।