Search
Close this search box.
Search
Close this search box.

ডেস্কটপ ভার্সনেও ফেসবুক লাইভ?

desktopফেসবুক লাইভ ফিচারটি ইতিমধ্যে ইউজারদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। যখন তখন ফেসবুক বন্ধুরা চলে আসছেন লাইভে। বিষয়টি নিয়ে ভালো-খারাপের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ফিচারটির সুফল ভোগে তৎপর সবাই। এতদিন শুধু মোবাইল অ্যাপে সুবিধা পাওয়া গেলেও অচিরেই হয়ত ফেসবুকের ডেস্কটপ ভার্সনেও ফিচারটি আসার সম্ভাবনা রয়েছে। যদিও ফেসবুকের পক্ষ থেকে বিষয়টি প্রকাশ্যে আসেনি।

কিন্তু ডেলাইলা টেইলর নামের এক ইউজার তার ল্যাপটপ থেকে ফেসবুক লাইভে আসলে তখনই এটি প্রথম আলোচনায় আসে। আর তারপরই পুরো ব্যাপারটি জনসম্মুখে নিয়ে আসে সোশ্যাল টাইমস নামের একটি সংস্থা।

chardike-ad

সোশ্যাল টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ডেস্কটপ ভার্সনের জন্য পরীক্ষাধীন থাকা ফেসবুক লাইভ ফিচারটি বর্তমানে ব্যবহার করতে পারছেন শুধুমাত্র নির্ধারিত ভাগ্যবান কিছু সাংবাদিক এবং ব্লগার।

সে হিসেবে ধারণা করা যায়, খুব তাড়াতাড়ি হয়ত ফিচারটি ওপেন করা হতে পারে সকল ফেসবুক ইউজারদের জন্য।