Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বৈঠক

9

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার নিউ ইয়র্কে এ বৈঠকটি হয়।

chardike-ad

যৌথ বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক পারমানবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। এরই মধ্যে দেশটি পঞ্চম পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ইস্যুতে বিশ্ব শক্তির করণীয় আলোচনা হয়।

যাতে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, জাপানের ফুমিও কিশিদা এবং দক্ষিণ কোরিয়ার ইয়ান বায়াং। বিষয়টি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের চলতি অধিবেশনেও আলোচনা করা হবে।