PUTIN_2670263b

আশাতিরিক্ত ভোট পেয়ে রাশিয়ার মসনদে ফের ফিরল পুতিন সরকার। ১১১.৬ মিলিয়ন ভোটারের দেশে তাঁর দল ইউনাইটেড রাশিয়া মোট ৫৪.১৭ শতাংশ ভোট পেয়ে ক্ষমতা নিজেদের দখলেই রেখেছে।

chardike-ad

পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়ার সঙ্গে নির্বাচনে লড়াই করা অন্যদলগুলির ফলাফলের মধ্যে প্রচুর তফাত রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা কমিউনিস্ট পার্টি পেয়েছে ১৩.৫৪ শতাংশ ভোট, তৃতীয় স্থানে থাকা লিবারাল ডেমোক্রেটিক দল পেয়েছে ১৩.২৮ শতাংশ ও ফেয়ার রাশিয়া নামের দলটি পেয়েছে ৬.১৯ শতাংশ ভোট।

কঠিন পরিস্থিতিতে এই জয় পেয়ে অভিভূত পুতিন। তাঁর কথায়, “পরিস্থিতি সহজ ছিল না। মানুষ সবই দেখেছে। কোনও ফাঁকা প্রতিশ্রুতিতে কান না দিয়ে তাঁরা রাজনৈতিক স্থিরতা ও সমাজের স্থিতিশীলতা বজার রাখার পক্ষে রায় দিয়েছেন। মানুষের এই রায়কে সম্মান দিয়ে দেশের উন্নতির জন্য কাজ করবে ইউনাইটেড রাশিয়া।” নতুন বার্তা