celeb_mashrafiবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দল আর খেলা নিয়েই এতই ব্যস্ত থাকেন যে নিজের পরিবার, ফুটফুটে দুই সন্তান, এমনকি নিজের অসুস্থতাকেও ঠিকঠাক সময় দেয়া হয় না তার।

কিন্তু অবশেষে সময় বের করে নিলেনই তিনি। নিজের জন্য নয়, সন্তানদের জন্য। চট্টগ্রামে বাংলাদেশ-ইংল্যান্ড টেস্ট ম্যাচের ফাঁকে অবসরে ছেলেমেয়েকে কিছুক্ষণ সময় দিলেন, তাদের সঙ্গে খেললেন, ঘুরলেন ক্যাপ্টেন মাশরাফি।celeb_mashrafi2

chardike-ad

ফেসবুক পেজে বাবার সঙ্গে ছেলেমেয়ের সৈকতে সুন্দর সময় কাটানোর দু’টো ছবি পোস্ট করেছেন মাশরাফি। সেখানে সন্তানদের বরাতেই লেখা একটা বাক্য:

“অবশেষে বাবা কিছুটা সময় কাটালেন আমাদের সঙ্গে।”celeb_mashrafi3