Search
Close this search box.
Search
Close this search box.

২০১৬ সালে ভূমধ্যসাগরে প্রাণ হারিয়েছেন ৫ হাজার শরণার্থী

refugees

চলতি বছর ভূমধ্যসাগরে ডুবে প্রায় পাঁচ হাজার শরণার্থীর প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার ভূমধ্যসাগরে দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

chardike-ad

বৃহস্পতিবার অতিরিক্ত মানুষ নিয়ে দুটি ডিঙি নৌকা লিবিয়া ও ইতালির মধ্যবর্তী সিসিলি নামক স্থানে ডুবে গেছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে।

আইওএমর মুখপাত্র জোয়েল মিলমান বলেন, বৃহস্পতিবারের দুটি নৌকাডুবির ঘটনাসহ চলতি বছরে ভূমধ্যসাগরে ডুবে পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, যা এ শঙ্কটের মধ্যে আরো একটি বড় সমস্যা। ভূমধ্যসাগরে ডুবে এক বছরে এত বেশি মৃতের ঘটনা আগে কখনো ঘটেনি। ২০১৫ সালে সমুদ্রে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৭৭৭ জন। এ পরিস্থিতিতে ইউএনএইচসিআর বৈধ পথে শরণার্থী প্রবেশের জন্য দেশগুলোকে সীমান্ত খুলে দেয়ার আহ্বান জানিয়েছে।