Search
Close this search box.
Search
Close this search box.

জয়ের জন্য টাইগারদের দরকার ১৮২ রান

bangladeshসিরিজে টিকে থাকতে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের সামনে। আর এমন ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮২ রানের।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। মোস্তাফিজের তোপের মুখে দ্বিতীয় ওভারের তিন নম্বর বলেই ফল স্টার্লিংকে হারায় আয়ারল্যান্ড। তখনো তাদের স্কোরবোর্ডে কোনো রান ছিলো না। এরপর মোস্তাফিজ তুলে নেন নায়ল ও’ব্রায়ান, কেভিন ও’ব্রায়ান ও গ্যারি উইলসনকে।

chardike-ad

শেষ পর্যন্ত মোস্তাফিজ মাত্র ২৩ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন। এ ছাড়া দুটি করে উইকেট নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা ও অভিষিক্ত স্পিনার সানজামুল ইসলাম।

আজই অভিষেক হওয়া সানজামুল ইসলাম তার বাঁহাতি স্পিনে শিকার করেন দুই উইকেট। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করা এড জয়সে এবং ব্যারি ম্যাককারথির উইকেট নেন তিনি।

মাশরাফি তার সপ্তম ওভারে তুলে নেন দুই উইকেট। ছয় ওভার তিন বলে মাত্র ১৮ রান দিয়ে দুটি উইকেট নেন বাংলাদেশের অধিনায়ক। আইরিশদের বাকি দুই উইকেটের একটি নেন রুবেল হোসেন। অন্যটি শিকার করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এখানে ক্লিক করে খেলাটি সরাসরি দেখুন