Search
Close this search box.
Search
Close this search box.

বিমান যাত্রীর পরচুলা থেকে দেড় কেজি সোনা উদ্ধার

goldঅবৈধভাবে স্বর্ণ চোরাচালাকারীদের বিভিন্ন সময় বিভিন্ন রকম কৌশল ব্যবহার করতে দেখা গেছে। কখনো পায়ের ব্যান্ডেজে, মলদ্বারে কিংবা পায়ের তালুতে বিশেষভাবে আটকে স্বর্ণ আনার ঘটনা বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এবার মাথার পরচুলার মতো জায়গায় ভিন্ন কৌশলে অবৈধ স্বর্ণ আনার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পরচুলায় বিশেষ কৌশলে লুকানো থেকে দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। এসময় আমিনুল হক (৪৫) নামের এক যাত্রীকে আটক করা হয়। আটককৃত আমিনুলের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর এলাকায়।

chardike-ad

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

কাস্টমস হাউজের সহকারি কমিশনার এইচএম আহসানুল কবীর জানান, রাত সাড়ে ১০টার দিকে মালয়েশিয়া থেকে মালিন্দ এয়ারলাইন্সে হযরত শাহজালাল বিমাবন্দরে আসেন আমিনুল। তার হাঁটাচলায় কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে তল্লাশি চালিয়ে মাথার পরচুলায় বিশেষ কায়দায় লুকানো ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। দেড় কেজি ওজনের এ স্বর্ণের বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা।