ডেস্ক রিপোর্টঃ আজ ১১ এপ্রিল কোরিয়ার সাধারণ নির্বাচন অনুষ্টিত হতে যাচ্ছে। সকাল ৬টায় ভোট শুরু হয়ে ১২ ঘন্টা ভোট চলবে। দুই দল শেষ মুহুর্ত পর্যন্ত নিজ দলের প্রতি ভোটারদের আকর্ষন করার চেষ্টা চালিয়েছেন। অপেক্ষার পালা শেষ। আজই জানা যাবে কারা জিততে যাচ্ছেন এবারের সাধারণ নির্বাচনে। সেনুরি দলের প্রধান পার্ক বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ চালিয়ে নিতে এই সরকারকে ভোট দিতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সেনুরি (Saenuri party) জনগনের কাছে উন্নয়নমুলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে ডিইউপি (Democratic United Party) প্রধান হান বর্তমান ব্যর্থ সরকারকে প্রত্যাখ্যান করে কোরিয়ার অর্থনীতির গতিকে এগিয়ে নিতে এবং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে ডিইউপিকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।
গত ২৯ মার্চ থেকে জমজমাট নির্বাচনী প্রচারণা চালিয়েন প্রধান রাজনৈতিক দলগুলো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে জনগণের কাছ থেকে। বিভিন্ন পত্রিকার জরিপগুলোতে প্রধান দুইদল সেনুরি (Saenuri party) এবং ডিইউপি (Democratic United Party) মধ্যে জমজমাট লড়াই দেখা গেছে। মুলত খিয়ংগিদো এলাকার জনগনই এবারের নির্বাচনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকগন।উল্লেখ্য ২৪৫ আসনের মধ্যে খিয়ংগিদোতে ১১২ টি আসন রয়েছে। সর্বশেষ নির্বাচনে সেনুরি (Saenuri party) ১৭৩টি এবং ডিইউপি (Democratic United Party) ৮৯টি আসন পেয়েছিল।নির্বাচন কমিশন সুত্রমতে, এবারের নির্বাচনে ৪কোটি ১৮লাখ ৫হাজার ১১৯জন ভোটার ভোট প্রদান করবেন যা কোরিয়ার জনসংখ্যার ৭৯ শতাংশ এবং তা ২০০৮ সালের সাধারণ নির্বাচনের চেয়ে ৬.৩ শতাংশ বেশি।