Search
Close this search box.
Search
Close this search box.

শাহজালালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

cigaretহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৯১ হাজার ৬০০ শলাকা বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দ এসব সিগারেটের মূল্য প্রায় সাড়ে ২৭ লাখ টাকা।

শনিবার শুল্ক গোয়েন্দা বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

chardike-ad

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান বলেন, দুবাই থেকে কুয়েত হয়ে কুয়েত এয়ারওয়েজের কেইউ২৮৩ ফ্লাইটে একটি ফ্লাইটে ভোরে ঢাকায় নামেন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আনিসুর রহমান এবং নোয়াখালীর মোহাম্মদ কামাল।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাদের ওপর নজরদারি করে এবং তারা ছয়টি ল্যাগেজ নিয়ে স্ক্যান ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটকানো হয়। পরে তাদের কাস্টমস হলে নিয়ে ল্যাগেজ খুলে মোট ৪৫৮টি কার্টন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। এসব কার্টনের মধ্যে ১০০ কোরিয়ার মোন্ড, ১৭৪টি যুক্তরাজ্যের বেনসন অ্যান্ড হেজেজ এবং ১৮৪ কার্টন যুক্তরাষ্ট্রের ৩০৩ ব্র্যান্ডের সিগারেট ছিল।

সিগারেটের মোড়কে ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ এমন সতর্কীকরণ ছবি ছাড়া বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ।