Search
Close this search box.
Search
Close this search box.

কাতারের সঙ্গে সৌদিসহ চার দেশের সম্পর্ক ছিন্ন

Qatarমধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে প্রতিবেশী চার দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর। এ দেশগুলোর অভিযোগ, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে কাতার।

রয়টার্স জানিয়েছে, ঐ চার দেশ সোমবার আলাদা বিবৃতিতে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়।

chardike-ad

সৌদি আরবের রাষ্ট্রায়াত্ত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, সন্ত্রাসবাদ এবং চরমপন্থার ঝুঁকি থেকে জাতীয় নিরাপত্তার স্বার্থে এটি করা হয়েছে। দোহার কর্মকাণ্ডে সন্ত্রাসবাদ শক্তি পাচ্ছে, তারা আল-কায়েদা ও আইএসের মতো জঙ্গি সংগঠনগুলোকে সমর্থন দিচ্ছে এবং বিদ্রোহীদের সঙ্গেও যোগাযোগ রয়েছে।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা কাতারের সব পরিবহনের জন্য আকাশসীমা এবং বন্দর বন্ধ করেছে।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত কাতারের কূটনীতিকদের দেশ ছাড়তে ৪৮ ঘণ্টা সময় দিয়েছি দেশটি। দোহার বিরুদ্ধে আবু ধাবির অভিযোগ, তারা সন্ত্রাসবাদ ও চরমপন্থি বিভিন্ন সংগঠনকে সমর্থন, অর্থায়ন ও মদদ দিচ্ছে।

বাহরাইনের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, বাহরাইনে অস্থিতিশীলতা তৈরি ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলা এবং তাদের নিজস্ব বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে দেশটি।