Search
Close this search box.
Search
Close this search box.

মার্কিন পারমাণবিক সাবমেরিন এখন দক্ষিণ কোরিয়ায়

submarine-usaউত্তর কোরিয়া-আমেরিকা উত্তেজনা এবার নতুন এক উচ্চতায় পৌঁছেছে। ক্রমাগত উত্তর কোরিয়ার হুমকির মুখে এবার দক্ষিণ কোরিয়াতে পৌঁছাল মার্কিন পরমাণু সাবমেরিন ইউএসএস চেনি।

পরমাণু শক্তিচালিত ডুবোজাহাজ দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর ভিড়েছে। গত মাসে ইউএসএস চেনি জাপান সফর করেছে এবং সেখানে দেশটির নৌবাহিনীর সঙ্গে সামরিক মহড়া চালিয়েছে। এ সাবমেরিন সাধারণত আক্রমণের কাজেই ব্যবহার করার জন্য তৈরি।

chardike-ad

কোরীয় উপদ্বীপে এর কর্মসূচি সম্পর্কে এখনো কিছু জানায়নি ওয়াশিংটন। অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্কেমকর্তা কোট করে ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে এটি কোনো সামরিক মহড়ায় অংশ নেবে না। আরো দাবি করা হয়েছে, রাজধানী সিউল থেকে সাড়ে চার শ মাইল দূরে এটি ভিড়েছে নাবিকদের বিশ্রাম দেওয়া এবং খাবার নেওয়ার জন্য।

৬৯০০ টন ওজন এবং ৩৬২ ফুট দৈর্ঘ্য ইউএসএস চেনিতে তিন হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যে আঘাত হানতে সক্ষম টোমাহক ক্ষেপণাস্ত্র রয়েছে। সিরিয়ার একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করতে একই শ্রেণির ডুবোজাহাজ ব্যবহার করেছিল আমেরিকা।