নির্বাচনে বিজয়ী সেনুরি নেতা পার্ক

chardike-ad
ডেস্ক রিপোর্টঃ প্রেসিডেন্ট লি এর সরকারের ব্যর্থতাকে কাজে লাগিয়ে ডিইউপি জয়লাভ করবে এমন ধারনা পাওয়া গিয়েছিল সাধারণ মানুষ এবং মিডিয়ার কাছ থেকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ক্ষমতাসীন সেনুরি পার্টি সংখ্যাগরিষ্ট আসনে জয়লাভ করেছে। নির্বাচন কমিশনের সুত্র অনুযায়ী, ২৪৬টি আসলের মধ্যে সেনুরি পার্টি ১২৮টি আসনে জয়লাভ করে এগিয়ে আছে। প্রধান বিরোধীদল ডিইউপি (ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টি) ১০৭টি আসন পেয়েছে। সেনুরি পার্টির জয়ের ফলে পার্টির প্রধান সাবেক প্রেসিডেন্ট পার্ক জং হি কন্যা পার্ক গুন হে কোরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পথে এগিয়ে গেলেন। আগামী ১৯ডিসেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনে খিয়ংসাং প্রদেশে ক্ষমতাসীন দলের এবং জল্লাহ প্রদেশে বিরোধী দলের আধিপত্য লক্ষ্য করা গেছে।এবারের নির্বাচনে ৫৪.৩শতাংশ ভোট পড়েছে যা গতবারের চেয়ে ৮.২ শতাংশ বেশি।