Search
Close this search box.
Search
Close this search box.

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সরঞ্জাম প্রস্তুতিতে শীর্ষ পাঁচে যেতে চায় দক্ষিণ কোরিয়া

অনলাইন প্রতিবেদক, ২৩ আগষ্ট, ২০১৩:

দক্ষিণ কোরিয়া ২০১৭ সাল নাগাদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সরঞ্জাম প্রস্তুতিতে বিশ্বের শীর্ষ পাঁচটি দেশের অন্তর্ভুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে। এ লক্ষ্যে দেশটি এ খাতে মৌলিক পণ্য প্রস্তুতিতে অধিক গুরুত্বারোপের সিদ্ধান্ত নিয়েছে। কোরিয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় বুধবার এ কথা জানিয়েছে।

chardike-ad

আইসিটি সরঞ্জামাদির মধ্যে রয়েছে নেটওয়ার্কিং, ব্রডকাস্টিং, টেলিকমিউনিকেশন ও কম্পিউটারের আনুষঙ্গিক উপকরণসমূহ।আইসিটি সরঞ্জাম প্রস্তুতিতে দক্ষিণ কোরিয়া বর্তমানে বিশ্বে দশ নম্বরে অবস্থান করছে এবং এটি দেশটির সামগ্রিক আইসিটি শিল্পের দুই-তৃতীয়াংশ দখল করে আছে।

krকোরিয়া সরকার আশা করছে ২০১৭ সাল নাগাদ এই খাতে উৎপাদন ১০৭ লক্ষ কোটি উওন ছাড়িয়ে যাবে যা গেলো বছরের শেষে ৭৮ লক্ষ কোটি উওন ছিল। বেঁধে দেয়া সময়ের মধ্যে এই শিল্পে কর্মীর সংখ্যা ৫৬ হাজার থেকে ৭৪ হাজারে উন্নীত করারও লক্ষ্যমাত্রা বেঁধে দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আইসিটি পণ্য প্রস্তুতি ও বাজারজাতকরণে কোরিয়া সরকার স্থানীয় উদ্যোক্তাদেরকে সহযোগিতা করবে।