Search
Close this search box.
Search
Close this search box.

অবরুদ্ধ কাতারে ৫ বিমানভর্তি খাবার পাঠাল ইরান

iran-airlinesসৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দেশগুলো অবরোধ আরোপের পর খাদ্য ঘাটতিতে ভুগতে থাকা কাতারে ৫ টি প্লেন ভর্তি খাবার পাঠিয়েছে ইরান। জঙ্গিবাদে মদদের অভিযোগে কাতারের উপর এই অবরোধ আরোপ করা হয়।

সৌদি আরবের সঙ্গে কাতারের স্থলসীমান্ত দিয়ে ৪০ শতাংশ খাদ্য সরবরাহ আসে। ইরান এয়ারের মুখপাত্র বলেন, ৫টি বিমান ভর্তি করে ফল, সবজিসহ খাদ্যসামগ্রী কাতারে পাঠানো হয়েছে, প্রতিটি বিমানে ৯০ টন কার্গো রয়েছে। আগামীকাল আরেকটি কার্গো পাঠানো হবে। তবে এটা নিশ্চিতভাবে জানা যায়নি, এটা সহায়তা ছিল না অর্থের বিনিময়ে পাঠানো হয়েছে।

chardike-ad

ইরান এয়ার টুইটারে এক পোস্টে শিরাজ বিমানবন্দরে কার্গো তোলার ছবি দেয়া হয়। মুখপাত্র বলেন, যতদিন চাহিদা থাকবে ততদিন ইরান সরবরাহ বজায় থাকবে। ইরানের তাসনিম সংবাদ সংস্থার খবরে বলা হয়, ৩টি জাহাজে করে ৩৫০ টন খাবার কাতারে পাঠানো হবে। সৌদি আরব, বাহরাইন ও আরব আমিরাত কাতারের জন্য আকাশপথ বন্ধ করে দেয়ার পরে ইরান তার আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছে কাতারকে। বিবিসি।