Search
Close this search box.
Search
Close this search box.

ব্রিটেনে প্রকাশ্যে মুসলিম নারীকে হেনস্তা

britain-muslim-womenম্যাঞ্চেস্টার ও লন্ডনে জঙ্গি হামলার পর, ইংল্যান্ডে মুসলিমদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে৷ এবার প্রকাশ্য রাস্তায় এক মুসলিম নারীকে ধাক্কা মেরে রাস্তা ফেলে, মাথা থেকে হিজাব খুলে নেয়া হল৷ ঘটনাটি ঘটেছে পিটারবোরোর ফেনগেট এলাকায়।

জানা গেছে, নিজের তিন বছরের মেয়েকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন ওই মহিলা৷ ফনগেট এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হন তিনি৷ ফুটপাতে উঠতেই ওই নারীকে পিছন থেকে ধাক্কা দেন এক ব্যক্তি৷ মাটিতে পড়ে যান ওই নারী৷ এরপরই ওই নারীর মাথা থেকে হিজাব খুলে, তাঁর দিকে ছুড়ে দেন ওই নারী৷ ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান ওই নারী৷ তবে হিজাব খুলে নেওয়া হলেও, ওই নারীকে শারীরিকভাবে আঘাত করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর৷ অপরাধীকে চিহ্নিত করতে না পারলেও, প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এক শ্বেতাঙ্গ ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছেন এবং ঘটনার সময় নিজের মুখ কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিল সে৷

chardike-ad

গত মাসে ম্যাঞ্চেস্টার এরিনায় মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্দের কনসার্টে আত্মঘাতী জঙ্গি হামলা হয়৷ প্রাণ হারান ২২ জন৷ চলতি মাসের গোড়ায় ফের জঙ্গি হামলা হয় লন্ডন ব্রিজে৷ প্রথমে পথচারীদের ধাক্কা মারে একটি ভ্যান৷ এরপর ভ্যান থেকে নেমে তিন জঙ্গি বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে এলোপাথাড়ি ছুরির আঘাত করতে থাকে পথচারীদের৷ এই জোড়া জঙ্গি হানার পরই ইংল্যান্ডে মুসলিমদের বিরুদ্ধে অপরাধ প্রবণত উদ্বেগজনকভাবে বাড়ছে৷ বস্তুত, গত সপ্তাহেই লন্ডনের মেয়র সাদিক খান বলেছিলেন, মুসলিমদের বিরুদ্ধে অপরাধ কোনোভাবে বরদাস্ত করা হবে না।

জানা গেছে, ম্যাঞ্চেস্টার এরিনায় জঙ্গি হামলার পর সেখানকার বিভিন্ন থানায় মুসলিমদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত যা অভিযোগ জমা পড়েছে, তা অন্যান্য সময়ের তুলনা দ্বিগুণ।

সূত্র: সংবাদ প্রতিদিন