অবশেষে ঈদের ছবি বস-২ এর আলোচিত আল্লাহ মেহেরবান গানটি থেকে ‘আল্লাহ’, ‘খোদা’, ‘স্রষ্টা’ ও ‘মাওলা’ শব্দ গুলো বাদ দেয়া হয়েছে। এতে বসিয়ে দেওয়া হয়েছে ‘ইয়ারা’ শব্দটি। আর ‘ইয়ারা মেহেরবান’ নামে গত মঙ্গলবার রাতে গানটি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
এর আগে ২৮ মে ‘আল্লাহ মেহেরবান’ গানটি প্রকাশের মাধ্যমে মুসলিম অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে কয়েক ঘণ্টার ব্যবধানে দুইটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বরাবর।
দু্ইটি চিঠির ভাষ্য প্রায় একই। সেখানে বলা হয়, প্রযোজনা প্রতিষ্ঠানটি তাদের নতুন ছবি ‘বস-টু’-এর একটি গানে আল্লাহ’র পবিত্র নামকে ব্যবহার করে অশ্লীলভাবে দৃশ্যায়ন করেছে।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি সংশ্লিষ্ট সবাই ব্যাপক সমালোচনায় পড়েন। পরে (৩০ মে) জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব থেকে প্রত্যাহার করা হয় ‘আল্লাহ মেহেরবান’।
কলকাতার বাবা যাদব পরিচালিত ‘বস-২’ ছবিতে জিতের বিপরীতে ঢাকার নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী।