বিয়ে করতে রাজি না হওয়ায় যুবকের হাত-পা ভেঙে দিয়েছেন এক নারী ও তার সহযোগীরা। রাজধানীর মগবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভুক্তভুগী যুবকের নাম সিফাত। বয়স ২০ বছর। ভুক্তভুগীর বাবার করা মামলায় অভিযুক্ত নারী জেরিন (৩০) ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ। তিনি বলেন, ‘সিফাতকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল। জেরিন নামের ওই নারী সিফাতকে বিয়ে করার জন্য জোর করেন। কিন্তু সে রাজি না হওয়াতে সহযোগীদের নিয়ে সিফাতকে অনেক মারধর করেন তিনি। তার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে।’ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে আব্দুর রশিদ বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
গত ৮ জুন রাতে তেজগাঁও থেকে সিফাতকে অপহরণ করা হয়। পরের দিন অর্থাৎ ৯ জুন সিফাতকে পঙ্গু হাসপাতালে পায় তার পরিবার। ১৪ জুন জেরিন ও তার সহযোগীকে আসামি করে ডিএমপি’র তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অপহরণ মামলা করেন সিফাতের বাবা।