Search
Close this search box.
Search
Close this search box.

আলোচনায় রাজি, সার্বভৌমত্ব প্রশ্নে আপস নয় : কাতার

qatarসংকট নিয়ে আলোচনায় নিজেদের সম্মতির কথা জানিয়েছে উপসাগরীয় দেশ কাতার। তবে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়; আবারও জোর দিয়ে বলেছে বিশ্বের সবচেয়ে ধনী দেশটি। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে এক বৈঠক শেষে এ কথা জানান কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান আল থানি। খবর- আল জাজিরার।

কাতারের ওপর প্রতিবেশী বৃহৎ দেশ সৌদি আরবসহ চারদেশের আরোপ করা অবরোধে সৃষ্ট সংকট নিরসনে যুক্তরাষ্ট্রে দফায় দফায় বৈঠকে যোগ দিচ্ছেন তিনি।

chardike-ad

এরআগে গত সপ্তাহে কাতারকে বশে আনতে না পারায় নতুন করে ১৩টি শর্তের কথা জানিয়েছে অবরোধ আরোপ করা সৌদি আরব, বাহরাইন, মিসর ও সংযুক্ত আরব আমিরাত। অবরোধ তুলে নেওয়ার বিপরীতে এসব শর্ত মানতে দোহাকে ১০ দিনের সময় বেঁধে দিয়েছে দেশ চারটি।

এরআগে সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে গত ৫ জুন সৌদির নেতৃত্বে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নয়টি দেশ। এতে বিপর্যয়ে পড়লেও রাশিয়া, তুরস্ক ও ইরানের মতো দেশের সহযোগিতায় পরিস্থিতি কিছুটা সামাল দেয় মাত্র ২৫ লাখের চেয়ে কিছু বেশি মানুষের ছোট্ট ও মাথাপিছু আয়ে বিশ্বের সেরা ধনী দেশ কাতার।