Search
Close this search box.
Search
Close this search box.

সুইস ব্যাংকে টাকা রাখায় বাংলাদেশ ৮৯তম

swiss-bankসুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে টাকা জমা রাখায় ২৮২ দেশের মধ্যে ৮৯তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ। এর আগে আছে ভারত; দেশটি ৮৮তম স্থানে অবস্থান করছে। সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে ভারতের পিটিআই এর খবরে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, এ তালিকায় সবার শীর্ষে অবস্থান করছে ব্রিটেন। আর ভারত ও বাংলাদেশের উপরে রয়েছে পাকিস্তান (৭১তম)। ২০১৫ সালে দেশটির অবস্থান ছিল ৬৯তম। এছাড়া নেপাল ১৫০তম (৩১২ মিলিয়ন সুইস ফ্রাঁ), শ্রীলঙ্কা ১৫১তম (৩০৭ মিলিয়ন সুইস ফ্রাঁ) এবং ভুটান ২৮২তম স্থানে আছে।

chardike-ad

সুইস ব্যাংকের কোন দেশের কত টাকা জমা আছে- তা নিয়ে গত বৃহস্পতিবার এনএসবি তথ্য প্রকাশ করে।

তথ্য মতে, ২০১৬ সালে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ আগের বছরের চেয়ে প্রায় ২০ শতাংশ বেড়ে ৬৬ কোটি ১৯ লাখ ফ্রাঁ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ৬০০ কোটি টাকা (প্রতি সুইস ফ্রাঁ ৮৪.৪৭ টাকা হিসাবে)। এই টাকার প্রায় পুরোটাই পাচারের মাধ্যমে সেখানে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২০১৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমার পরিমাণ ছিল ৫৫ কোটি সুইস ফ্রাঁ বা প্রায় ৪ হাজার ৪৫০ কোটি টাকা।

ভারতীয়রা ২০১৬ সাল শেষে সুইস ব্যাংকে অর্থ জমা করেছে ৬৬ কোটি ৪৮ লাখ ফ্রাঁ। আর পাকিস্তানিদের জমার পরিমাণ ১৩৮ কোটি ৬০ লাখ ফ্রাঁ।