কাতারের সামরিক ঘাঁটিতে আরো সেনা পাঠিয়েছে তুরস্ক এবং দোহার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাতারের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “দোহা ও আংকারার মধ্যকার এ প্রতিরক্ষা সহযোগিতা সন্ত্রাসবাদ-বিরোধী প্রচেষ্টার অংশ; এ সহযোগিতা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখবে।” তবে কতজন সেনা নতুন করে কাতারে পাঠানো হয়েছে তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয় নি।
কাতার সংকট শুরুর পর প্রথম দিকে তুরস্ক নিরপেক্ষ অবস্থান নিলেও কয়েকদিন পর দেশটি সরাসরি দোহার পক্ষে অবস্থান নেয়। তুর্কি সরকার বলছে, কাতারে তাদের সামরিক ঘাঁটি বন্ধ করবে না তবে কাতার যদি সে অনুরোধ করে তখন বন্ধ করা হবে।
কাতারের সঙ্গে চলমান সংকট তৈরির পর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর সম্পর্ক উন্নয়নের জন্য কাতারকে যেসব শর্ত দিয়েছে তার মধ্যে কাতারে তুর্কি ঘাঁটি বন্ধ করার কথা রয়েছে।