Search
Close this search box.
Search
Close this search box.

কিমের ক্ষেপণাস্ত্র নিয়ে দক্ষিণ কোরিয়ার সন্দেহ

rocketউত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এক আইনপ্রণেতার মতে তাদের গোয়েন্দা সংস্থা উত্তর কোরিয়া যে আন্তমহাদেশীয় প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে।

এ বিষয়ে পার্লামেন্টের গোয়েন্দা কমিটির এক সদস্য দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি ই ওয়াং ইয়াং সাংবাদিকদের জানিয়েছেন, পিয়োংইয়াংয়ের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করার মতো উচ্চ প্রযুক্তি রয়েছে কিনা সে বিষয়টি জাতীয় গোয়েন্দা সংস্থা এখনও নিশ্চিত করতে পারেনি।

chardike-ad

উত্তর কোরিয়া অবশ্য দাবি করেছে, মঙ্গলবার তারা চীন সীমান্তের কাছে এক বিমানবন্দরে চলমান এক যান থেকে হাওসং ১৪ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দূরপাল্লার ওই ক্ষেপণাস্ত্রের অগ্রভাগে পারমাণবিক বোমা বা ওয়ারহেড যুক্ত ছিল এবং তা বায়ুমণ্ডল থেকে বহু ওপরে উঠে আবার ফিরে আসতে সক্ষম হয়।

অবশ্য উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার সত্যতা নিশ্চিত করে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে আঘাত হানতে সক্ষম।