Search
Close this search box.
Search
Close this search box.

দুই মাসেও পরিচয় মেলেনি সৌদিতে মৃত বাবলুর

babluসৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত বাংলাদেশি রেজাউল করিম বাবলুর পরিচয় পাওয়া যায়নি দুই মাসেও। গত ৮ মে জেদ্দায় ফিলিস্তিন রোডে আল রাইয়া সুপার মলের সামনে মারা যান তিনি। সঙ্গে থাকা পুরাতন পাসপোর্টে তার যে ঠিকানা পাওয়া গেছে তাও সঠিক নয়।

লাশের সঙ্গে পাওয়া কাগজপত্রের সূত্রে জানা গেছে, পাসপোর্টে তার নাম লেখা আছে রেজাউল করিম বাবলু, পিতা সারাফাত উল্লাহ করিম, গ্রাম বাকের নগর, থানা বাঞ্ছারামপুর, জেলা কুমিল্লা। পাসপোর্ট নং এফ ১২২২৬১৫। তিনি দীর্ঘ দিন ধরে সৌদি আরবে অবৈধভাবে কাজ করে আসছিলেন। সৌদি সরকার অবৈধ অভিবাসীদের জন্য যে আউট পাশের সুযোগ দিয়েছিল সেই সুযোগ গ্রহণ করে তিনি দেশে ফেরার জন্য সৌদি এয়ারলাইন্সের টিকিট নিয়েছিলেন। কিন্ত আর দেশে ফেরা হল না তার। লাশটি জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

chardike-ad

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট লেবার কাউন্সিলর লাশ সনাক্ত করতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্ত করেও মৃত ব্যক্তির গ্রামের ঠিকানায় যেয়ে কোনো হদিস পায়নি।

কেউ চিনতে পারলে বাংলাদেশ কনস্যুলেট লেবার ইউং-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে- লেবার কাউন্সিলরের সহকারী Md. Humayun Kabir (Polash) Mob: 00966557340640 +966 126896276 অথবা হানিস সরকার উজ্জল 00966508722781, মোহাম্মদ ফিরোজ 00966535387578 এবং মোবারক হোসেন 00966559571128।