ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। প্রথমবারের মতো চলচ্চিত্রে প্লেব্যাক করতে যাচ্ছেন শাবনূর। ‘এতো প্রেম এতো মায়া’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিবেন এই অভিনেত্রী। এ তথ্য জানিয়েছেন সিনেমাটির নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক।
‘এতো প্রেম এতো মায়া’ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। গানটির সুর করবেন কলকাতার শ্রী প্রীতম।
মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘‘শাবনূর ‘এতো প্রেম এতো মায়া’ সিনেমার টাইটেল গানে কণ্ঠ দিবেন। দ্বীপের চমৎকার কথার এ গানে শাবনূর একাই কণ্ঠ দিবেন। আগামী সপ্তাহে প্রীতম বাংলাদেশে আসলে গানটির রেকর্ডিং হবে।’’
ঘরোয়া পরিবেশে বন্ধুদের আড্ডায় টুকটাক গান গাইলেও পেশাদার শিল্পী হিসেবে কখনো কণ্ঠে গান তোলেননি শাবনূর। চলচ্চিত্রে তার গাওয়া গানে ঠোঁটও মেলাবেন এই অভিনেত্রী। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌসকে। বিরতি ভেঙ্গে এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ফিরছেন শাবনূর। সিনেমাটিতে আরো অভিনয় করছেন সাইমন সাদিক, পিয়া বিপাশা প্রমুখ।