Search
Close this search box.
Search
Close this search box.

নেইমারের বিরুদ্ধে মামলা

Neymarরেকর্ড অর্থে দলবদল করা ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে মামলা করেছে বার্সেলোনা। চুক্তি ভঙ্গের অভিযোগ এনে তার কাছে ৮.৫ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

গত বছরের অক্টোবরে ন্যু ক্যাম্পে করা সর্বশেষ চুক্তি ভাঙায় নেইমারের কাছ থেকে এই অর্থ দাবি করে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে বার্সেলোনা।

chardike-ad

ওইসময় বার্সেলোনার সঙ্গে নেইমারের ব্যয়বহুল চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকতে রাজি হয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ক্লাবের প্রতি এ আনুগত্যের কারণে ওই সময় সাড়ে ৮ মিলিয়ন ইউরো বোনাস পেয়েছিলেন তিনি।

কিন্তু কয়েক মাস পর হুট করে নেইমার ২২২ মিলিয়ন ইউরো বাই আউট ক্লসে চলে গেলেন ফরাসি ক্লাবে। বার্সেলোনার মতে, এটি চুক্তি ভঙ্গ এবং পিএসজিতে যাওয়া মানেই ওই বোনাসও অর্থহীন হয়ে পড়েছে।

বৈধ উপায়ে এখন সেই অর্থ পুনরুদ্ধারের দাবি জানানো হয়েছে।