সোমবার । জুন ২৩, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১৫ সেপ্টেম্বর ২০১৩, ৬:৪৪ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ান ভাষার সহজ পাঠ – লেকচার – ৩


বাংলা অনলাইনে মুক্ত জ্ঞানের মেলা ‘শিক্ষক’ এর কোরিয়ান ভাষার অনলাইন কোর্স কোরিয়ান ভাষায় সহজ পাঠ। কোর্সটি পরিচালনা করছেন রিফাত ফারজানা। শিক্ষক ডট কমের পাশাপাশি বাংলা টেলিগ্রাফেও এই কোর্সের লেকচারগুলো নিয়মিতভাবে পাঠকদের জন্য দেওয়া হচ্ছে। আজকে দেখুন তৃতীয় লেকচার।

তৃতীয় লেকচার নিয়ে হাজির হলাম। কেমন চলছে আপনাদের কোরিয়ান ভাষা শেখা? আগেকার মতই ভিডিও প্রেজেন্টেশানের মাধ্যমে আজ আমরা শিখব স্বরবর্ণ ও ব্যঞ্জণ বর্নের সমন্বয়ে বাক্য গঠন, বাচ্ছিম, উচ্চারণের সাধারণ কিছু নিয়ম।

লেকচার-২ তে অসাবধানতাবশতঃ একটা ভুল রয়ে গেছে। তা হলো, কোরিয়ান ভাষা লেখার নিয়ম হচ্ছে
– লেখা বাম থেকে ডানে যাবে
– উপর থেকে নীচে আসবে

এই লেকচারটি দুই ভাগে যথাক্রমে ইউটিউবে আপলোড করা হয়েছে

btff