অথচ পেশায় ট্রাক চালক এক ব্যক্তি দিব্যি ৬ স্ত্রী নিয়ে সংসার করছেন। পাকিস্তানের বাসিন্দা ৭০ বছরের আব্দুল মজিদ মেঙ্গালের ৬ স্ত্রীর ঘরে রয়েছে ৫৪ জন সন্তান।
শুনলে অবাকই হতে হয়। আব্দুল মজিদ মেঙ্গাল প্রথম বিয়ে করেন ১৯ বছর বয়সে। এরপরও তিনি আরও পাঁচটি বিয়ে করেন।
আব্দুল মজিদ ৬ বউকে নিয়ে আর্থিক অনটনের মধ্যেও ৭ রুমের একটি বাড়িতে বসবাস করেন। তার সন্তানদের বেশিরভাগেরই বয়স ১০ এর নিচে। আব্দুল মজিদের সর্ব কনিষ্ঠ বউয়ের বয়স ৩০ বছর। ৬ বউ এবং ৫৪জন সন্তানকে নিয়ে বেশ ভালোভাবেই দিন কাটছে আব্দুল মজিদের।