Search
Close this search box.
Search
Close this search box.

অনুমোদনের অপেক্ষায় চারদিনের টেস্ট

south-africaপাঁচ দিনের পরিবর্তে চারদিনের টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের বক্সিং ডে টেস্ট আয়োজন করতে যাচ্ছে দলটি। এখন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অনুমোদন দিলেই কেবল টেস্টের মর্যাদা পাবে এই ম্যাচ।

চারদিনের বক্সিং ডে টেস্ট খেলতে জিম্বাবুয়েকে আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারত সিরিজ নতুন বছরে শুরু হওয়ায় এমন উদ্যোগ নিয়েছে দলটি। ২৬ ডিসেম্বর পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জে’স পার্কে ম্যাচটি হবে ফ্লাডলাইটের আলোয়। আইসিসি একে আনুষ্ঠানিক টেস্টের মর্যাদা দেয় কি না সেটাই এখন দেখার অপেক্ষা।

chardike-ad

ভারতের বিপক্ষে দেশের মাটিতে চার টেস্টের একটি বাদ পড়ায় দক্ষিণ আফ্রিকার সিরিজ শুরু হবে ৫ জানুয়ারি থেকে। এর আগেই জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্ট ম্যাচটি খেলতে যাচ্ছে তারা।

চার দিনের টেস্ট ম্যাচ নিয়ে দীর্ঘ দিন ধরেই আলোচনা চলছে। দিন কমিয়ে বেশি ম্যাচ আয়োজনই চার দিনের টেস্টের লক্ষ্য। এবার দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্ট ম্যাচটিকে আইসিসি স্বীকৃতি দিলেই নতুন ইতিহাস তৈরি হবে।