Search
Close this search box.
Search
Close this search box.

৩৪ ওভারে ১০ উইকেট হারিয়ে মাত্র ৩১ রান

bangladesh-cricket-board‘ভূতুরে’ মনে হতে পারে। কেননা ভূতুরে কাণ্ডটাই ঘটেছে কাল বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে। মেয়েদের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ৩৪ ওভার ব্যাটিং করে ১০ উইকেট হারিয়ে মাত্র ৩১ রান তুলতে পেরেছে ইন্দিরা রোড ক্রিকেট ক্লাব।

বিকেএসপিতে খেলাঘর সমাজ কল্যাণ সংস্থার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে ইন্দিরা রোড ক্রিকেট ক্লাবের ব্যাটিং লাইনআপ। শুরু থেকেই রিতু মনি ও ভারতীয় রিক্রুট রেনি যাদবের তোপের মুখে পরে ইন্দিরা রোড।

chardike-ad

ব্যাটিং ধসের মধ্যে দাঁড়াতে পেরেছেন কেবল ওপেনার হালিমাতুল সাদিয়া। তবে সাদিয়ার এই ‘দাঁড়ানোটা’ও বিস্ময়ের। পুরো ৭৪ মিনিট ব্যাটিং করেছেন সাদিয়া। বল খেলেছেন ৬৭টি। কিন্তু রান করতে পেরেছেন মাত্র ৩! ইন্দিরা রোডের হয়ে দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি একজনও। সর্বোচ্চ ৭ রান করেছেন রিতা সাহা।

scorecard-dplতার চেয়েও বড় আশ্চর্য হলো ইন্দিরা রোডের সব ব্যাটসম্যান মিলে রান তুলতে পেরেছেন ১৭! তারপরও দলীয় রান ৩১ হয়েছে কারণ ১৪টি রান অতিরিক্ত দিয়ে ফেলেছে খেলাঘর।

খেলাঘরের পক্ষে ৮ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেছেন রিতু। পরে জবাব দিতে নেমে দশ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। ৮.৩ ওভারেই বিনা উইকেটে জয় নিশ্চিত করে খেলাঘর।