biman-crewবিমানের জুনিয়র পারসার লুৎফর রহমান ফারুকী। যিনি বাবু নামেই পরিচিত। বিমানের ক্রু পদে চাকরি করলেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে তার পরিচিতি বেশ। বিমানের অনুমতি নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন শো ও প্রতিযোগিতায় অংশ নেন বাবু। তারই অংশ হিসেবে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ফেস্টিভ্যালে অংশ নিতে এবার দক্ষিণ কোরিয়া গেলেন তিনিসহ একদল নৃত্যশিল্পী।

সাংস্কৃতিক মন্ত্রণালয়ের তত্বাবধানে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ১২তম ‘মাইগ্রান্টস অ্যারিরাং মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল- এমএএমএফ’-এ যোগ দিতে মঙ্গলবার দিনগত রাতে ৮ জন নিত্যৃশিল্পীর একটি দল ঢাকা ত্যাগ করেছেন।

chardike-ad

দেশ ত্যাগের আগে তিনি জানায়, ২৭ সেপ্টম্বর (বুধবার) বিশ্ব পর্যটন দিবসে কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘এমএএমএফ’ ফেস্টিভ্যালে অংশ নিচ্ছি মোট ১৫ জন। এর মধ্যে নিত্যৃশিল্পী আমরা ৮ জন।

তারা হলেন- লুৎফর রহমান ফারুকী বাবু, সাদিয়া ইসলাম মৌ, ফারহানা চৌধুরী, ফারহানা খান, হেনা হোসাইন, সুপ্রিয়া শবনম প্রতীভা, আব্দুর রশিদ স্বপন ও ওয়াহিদ উদ্দিন নাঈম।

ফেস্টিভ্যাল শেষে আগামী ৩ অক্টোবর (মঙ্গলবার) দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান এ বিমান ক্রু।