Search
Close this search box.
Search
Close this search box.

সেদিন ১৫টি ঘুষি মেরেছিলেন স্টোকস!

stocksওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রবিবার তৃতীয় ওয়ানডে জয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন বেন স্টোকস। ইংল্যান্ডের এ অলরাউন্ডার সেই উদযাপন করতে গিয়েছিলেন ব্রিস্টলের এক নাইটক্লাবে। রাত আড়াইটায় সেই পানশালার বাইরেই ঘটলো অপ্রীতিকর ঘটনা। দুজনকে মারধর করেছেন ২৬ বছর বয়সী। দ্য সান’র প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘুষি মেরে একজনকে মেরে রাস্তায় ফেলে দিয়েছেন টেস্ট সহঅধিনায়ক।

শহরের কুইন্স রোডে এ মারধরের শুরুতেই একজনকে ভাঙা কাঁচের বোতল হাতে শাসাতে দেখা গেছে, আর তাকে নিরস্ত্র করতে সব চেষ্টা করেছেন সবুজ টি-শার্ট ও কালো ট্রাউসার পরা স্টোকস। এরপর ওই দুজন ব্যক্তির সঙ্গে বেশ কিছু সময় ধস্তাধস্তি করতে দেখা গেছে তাকে। তাদের একজন বলছিলেন, ‘ওই স্টোকস, যথেষ্ট হয়েছে।’ ধস্তাধস্তির পর প্রথমে বোতল হাতে নেওয়া ব্যক্তিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেন স্টোকস, এরপর অপরজনকে থাপ্পড় মারেন তিনি। ভিডিওতে দেখা গেছে, তাকে বারবার শান্ত হতে বলছেন ওয়ানডে দলের সতীর্থ অ্যালেক্স হেলস।

chardike-ad

একজন প্রত্যক্ষদর্শী দ্য সানকে বলেছে, ‘আমি দেখলাম এক মিনিটে স্টোকস ১৫টি ঘুষি দিলো। তার যে আঙুল ভেঙে গেছে এটা অবাক হওয়ার বিষয় নয়।’ মারামারির পর ২৭ বছর বয়সী এক ব্যক্তি মুখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হন। দুই সন্তানের বাবা স্টোকস এক রাত কাটান জেল হাজতে। পরে জামিনে তাকে মুক্তি দেওয়া হয়। এ ঘটনায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে দল থেকে বাদ পড়লেও অ্যাশেজ টেস্টে জায়গা ধরে রেখেছেন স্টোকস।

ওই ঘটনায় স্টোকসের আঙুল ভাঙার খবর নিশ্চিত করেছেন ইংল্যান্ড ক্রিকেট এন্ড ওয়েলস বোর্ডের ডিরেক্টর এন্ড্রু স্ট্রস। ইসিবির এক মুখপাত্র বলেছেন, ‘দ্য সানের পোস্ট করা ভিডিও আজ রাতে আমরা প্রথম দেখলাম। পুলিশের তদন্ত চলছে। তারা সব প্রমাণ হাতে নিয়ে বিষয়টি দেখবে। এ প্রক্রিয়ার প্রতি আমরা শ্রদ্ধাশীল।’