shafiulমধ্যাহ্ন বিরতির পর পরই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দলীয় ৪১১ রানের মাথায় আউট হয়ে ফিরে যান হাশিম আমলা। যাওয়ার আগে ১৩৭ রান করেন তিনি।

শফিউলের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হন আমলা। উইকেট শিকার করে খুব একটা উদযাপন করেননি শফিউল। তিনি কী জানেন তার এই উইকেটটি ছিল টেস্ট ক্রিকেটের ৭০ হাজারতম উইকেট? হয়তো জানেন না। জানলে একটু উদযাপন তো হতেই পারত।

chardike-ad

১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সেই ম্যাচে প্রথম উইকেটটি নিয়েছিলেন ইংল্যান্ডের অ্যালেন হিল। টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ওভারেই তিনি অস্ট্রেলিয়ার নাট থমসনকে আউট করেন। যা ছিল টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম উইকেট। আর আজ হাশিম আমলাকে আউট করে ৭০ হাজারতম উইকেটটি নিলেন বাংলাদেশের শফিউল ইসলাম।