Search
Close this search box.
Search
Close this search box.

১৪৭ রানে অলআউট বাংলাদেশ

bangladeshব্লুমফন্টেইন টেস্টে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ৫৭৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান তুলে ফলোঅনে পড়েছে মুশফিকুর রহিমের দল। ফলেঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে স্বাগতিকদের চেয়ে ৪২৬ রানে পিছিয়ে মুশফিকুর রহিমের দল।

বাংলাদেশের হয়ে ব্যাট হাতে আজ একাই লড়লেন লিটন দাস। দায়িত্বশীল ব্যাটিংয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি।  প্রোটিয়া পেসারদের দারুণ সামলে নিয়ে টেস্টে খেললেন নিজের ক্যারিয়ার সেরা ইনিংস। আগে টেস্টে তার সর্বোচ্চ ছিল ৫০। আজ দলের দুর্দিনে ৭০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে রাবাদার বলে পুল করতে গিয়ে গেয়ে ডু প্লেসির হাতে স্লিপে ধরা পড়েন তিনি।

chardike-ad

স্কোর:
বাংলাদেশ- ১৪৭/১০।
দক্ষিণ আফ্রিকা- ৫৭৩/৪ ডিক্লে. (মার্করাম ১৪৩, ডু প্লেসিস ১৩৫*, হাশিম আমলা ১৩২ ও ডিন এলগার ১১৩)।