Search
Close this search box.
Search
Close this search box.

কোহলির ৩৮ রানের অপেক্ষা

kohliবিরাট কোহলির আর ৩৮ রানের অপেক্ষা। ৩৮ রান করলেই তিলকারত্নে দিলশানকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন ভারতীয় অধিনায়ক।

২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত ৭৯ ইনিংসে ১ হাজার ৮৮৯ রান করেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিলশান। আর কোহলির ১ হাজার ৮৫২ রান হয়ে গেছে ৪৭ ইনিংসেই! গড় ৫৪.৪৭। ৭০ ইনিংসে ২ হাজার ১৪০ রান নিয়ে সবার ওপরে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।

chardike-ad

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গুয়াহাটিতে আজ রাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে কোহলির ভারত। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচটা জিতেছে স্বাগতিকরা। ৬ ওভারে ৪৮ রানের লক্ষ্য ভারত পেরিয়ে যায় ৯ উইকেট আর ৩ বল হাতে রেখেই।

আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে ভারত। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ।